ধান খেতে ভাসছে লাশ।
শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে সৃষ্ট বানের পানির স্রোতের তোড়ে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে ধান খেতে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামের ফসলের মাঠ থেকে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতরা হলেন- হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৮)। তারা একই এলাকার অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার নিজ বাড়ি থেকে চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিখোঁজ হন দুই সহোদর ভাই। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। কুতুবাকুড়া গ্রামের কৃষক হারুন ও সিরাজুল ইসলাম শনিবার বিকেলে তাদের ধানখেত দেখতে গেলে একসাথে ওই দুইজনের লাশ পড়ে থাকতে দেখেন। এই খবরটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশি ও তাদের স্বজনরা ছুটে এসে লাশকে তারা শনাক্ত করতে পারেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ‘পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
এম হাসান