ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

 ‘শিক্ষকতার মহান পেশার মর্যাদা শিক্ষকই অক্ষুন্ন রাখতে পারেন’ 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২২:২৭, ৫ অক্টোবর ২০২৪

 ‘শিক্ষকতার মহান পেশার মর্যাদা শিক্ষকই অক্ষুন্ন রাখতে পারেন’ 

বিশ্ব শিক্ষক দিবস  পালিত

শিক্ষা যে কোনো সমাজের মূল ভিত্তি, আর শিক্ষকরা হলেন সেই ভিত্তির প্রাণশক্তি। তারা শুধু জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের চরিত্র গঠনে, মননশীলতা বিকাশে এবং সামাজিক দায়িত্ববোধ জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক, মানবিক সার্থক মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষকের বড় সার্থকতা।’ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বাগেরহাটে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান একথা বলেন।

‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যে শনিবার বর্ণাঢ্য র‌্যালী শেষে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা ক্রিড়া অফিসার হোসাইন আহম্মেদ,  শিক্ষাবিদ প্রফেসর মোজাফ্ফর হোসেন, খান জাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখি, কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার, যদুনাথ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ঝিমি মন্ডল, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাতুল হাফিজ, সামছুল হাদি প্রমুখ।

ডিসি আরও বলেন, শিক্ষকতা ত্যাগের পেশা, মর্যাদার পেশা। শত প্রতিকূলতা সত্বেও শিক্ষকতার মহান এ পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে পারেন কেবল শিক্ষরই। শিক্ষা জাতির মেরুদন্ড, আর এই মেরুদন্ডের কারিগর শিক্ষকগণ।
 

শহিদ

×