ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

বাকেরগঞ্জে ধরা পড়ল ২০০ কেজি ওজনের ঘড়িয়াল

প্রকাশিত: ২২:০৪, ৫ অক্টোবর ২০২৪; আপডেট: ২২:২৫, ৫ অক্টোবর ২০২৪

বাকেরগঞ্জে ধরা পড়ল ২০০ কেজি ওজনের ঘড়িয়াল

মাছ ধরার সময় জেলেদের জালে এটি ধরা পড়ে। 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাছ ধরার সময় জেলেদের জালে একটি বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল ধরা পড়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকের ৩টায় উপজেলার দুর্গাপাশা  ইউনিয়নের ৭নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের দিঘীরপাড় লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদী থেকে ঘড়িয়ালটি সোহেল হাওলাদার নামে এক জেলের জালে ধরা পরে। ঘড়িয়ালটি প্রায় ১১ ফিট লম্বা ও ২০০ কেজি ওজনের। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে তেতুলিয়া নদীতে ইলিশ মাছের জাল ফেলা হয়। বিকেল ৩ টায় জাল তোলার সময় জালটি অনেক ভারি ভারি লাগছিলো। এসময় জাল কাছে আসার পর জেলেরা দেখতে পান ঘড়িয়াল। প্রথমে কিছুটা ভয় পেলেও এরপর কৌশলে জাল থেকে ঘড়িয়ালের মুখ বেঁধে নৌকায় উঠিয়ে লঞ্চ ঘাট নিয়ে আসা হয়। এরপর ঘড়িয়াল দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার বলেন, ‘জেলেদের জালে ঘড়িয়াল ধরা পড়েছে খবর পেয়ে আমি নিজেও ঘড়িয়ালটি দেখতে গেছিলাম। বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘জেলেদের জালে বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল ধরা পড়েছে। ঘড়িয়ালটি নদীতে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

এম হাসান

×