আটককৃত যুবলীগ নেতা
কুমিল্লার বুড়িচংয়ে বিদেশি এয়ার গান ও বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ মোতাব্বির হোসেন জনি (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি উপজেলার ময়নামতি ইউপির সুন্দুরিয়া গ্রামের আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ভাগিনা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনী। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জনিকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফুয়াদ