ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন অভি

নিজস্ব সংবাদদাতা,ধামরাই,ঢাকা

প্রকাশিত: ১৭:৫৮, ৪ অক্টোবর ২০২৪

ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন অভি

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

০৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ধামরাইয়ের শরীফবাগ বাজার ও উপজেলায় সামনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস কর্মী সাজেদা বেগম (৪২) ও স্কুল ছাত্র আরমান হোসেন (১৬) এর পরিবার নগদ অর্থ ও চিকিৎসার খরচের সম্পূর্ন দায়িত্ব নিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।


শুক্রবার (০৪অক্টোবর) বিকালে সাজেদা বেগম ও আরমান হোসেন এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।
আহত সাজেদা বেগম উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মোঃ শওকত হোসেনর স্ত্রী। সাজেদা পেশায় একজন গার্মেন্টস কর্মী।


আহত আরমান হোসেন উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মোঃ আব্দুল মালেক এর ছেলে। আরমান আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ,যুগ্ম আহ্বায়ক মীর আকিব,রুবেল,মোঃ শাকিল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভুঁইয়া শাওন প্রমুখ।
 

এবি

×