ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মানিকগঞ্জে সাবেক মেয়র-কাউন্সিলরসহ পাঁচজন আটক

প্রকাশিত: ১৭:৪১, ৪ অক্টোবর ২০২৪; আপডেট: ১৭:৪২, ৪ অক্টোবর ২০২৪

মানিকগঞ্জে সাবেক মেয়র-কাউন্সিলরসহ পাঁচজন আটক

মেয়র-কাউন্সিলর ও তাদের দুইজনের ছেলে

মানিকগঞ্জের সিংগাইরে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে সিংগাইর পৌরসভার সাবেক মেয়র ও তার ছেলে এবং ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও তার ছেলেসহ আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। শুক্রবার সকাল ১১ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আটকৃতরা হলেন, সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো.শাহজাহান (৬৫), তার ছেলে আনোয়ার হোসেন সজিব ওরফে বাবু (২৫) এছাড়া ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আতাউর রহমান (৫৮), তার ছেলে আমিনুর রহমান (২৫) এবং জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান (৪০)।


এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তরিকুল ইসলাম ভূঁইয়া হানিফ বাদী হয়ে থানায় একটি  চাঁদাবাজি ও মারামারি মামলা করেন। আটককৃতদের এ মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফুয়াদ

×