প্রতিমা ভাঙচুর
বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর দুর্গা পূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর অভিযোগ পাওয়া গেছে। ৩ অক্টোবর (বৃহস্পতিবার) গভীর রাতে পশ্চিম শ্যামপুর দেউড়ি বাড়ি সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে ভাঙচুরের ঘটনাটি ঘটে।
পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক শঙ্কর দেউরী জানান, শুক্রবার সকালে তার মা মন্দিরে প্রণাম করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে।তিনি আরও বলেন, এ মন্দিরটি তিন দিকে টিনের বেড়া এবং উপরে টিন দিয়ে আচ্ছাদিত। তবে সামনে কোনো গেট নেই। এ মন্দিরে মোট ১৪ টি প্রতিমা নির্মাণ করা হয়ছিল। এর মধ্যে ৭ টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্মল চন্দ্র খাসকেল (৭৫) জানান, এ মন্দিরে দুর্গা পূজা এক যুগ ধরে চলছে। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। তবে যারা প্রতিমা ভাঙচুর জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ঘটনাস্থল ডিআইজি স্যার সহ উদ্ধর্তন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। তদন্ত চলমান রয়েছে।
ফুয়াদ