ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গৃহবন্দী কয়েক হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতা,হালুয়াঘাট,ময়মনসিংহ ॥

প্রকাশিত: ১৬:৫৬, ৪ অক্টোবর ২০২৪; আপডেট: ১৭:০৩, ৪ অক্টোবর ২০২৪

হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গৃহবন্দী কয়েক হাজার মানুষ

বন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ

হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গৃহবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট পৌরশহরসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে।এতে উপজেলার ভুবনকুড়া,জুগলী,গাজিরভিটা, হালুয়াঘাট সদর, নড়াইল, বিলডোরা, ধারা, ধুরাইল,শাকুয়াই ইউনিয়নসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে।

বন্যা কবলিত হয়ে পড়েছে উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। ফলে শত শত পুকুরের মাছ ভেসে গেছে। শতাধিক হেক্টর আমনের ক্ষেত তলিয়ে গেছে।


শুক্রবার সকালে সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালুয়াঘাট পৌরশহরের বিভিন্ন এলাকা ও উপজেলার ১২টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা দুইদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় গৃহবন্দি হয়ে পড়েছেন প্রত্যান্ত গ্রামাঞ্চলের জনসাধারণ

এবি

×