ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা,গাইবান্ধা

প্রকাশিত: ২০:৪৯, ৩ অক্টোবর ২০২৪; আপডেট: ২০:৫৭, ৩ অক্টোবর ২০২৪

শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে  গাইবান্ধার সাঘাটা উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় সাঘাটা  উপজেলা পরিষদ চত্বর গেটে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। পরে দাবীর সাথে একাত্বতা ঘোষনা করে কর্মসুচিতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আলহ্বাজ মোহাম্মদ আলী ও উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক এনামুল হক ।

মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ইউএনও মো. ইছহাক আলীর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।  

এর আগে  ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মো: রবিউল ইসলাম, আব্দুল ওহাব সরকার, মিজানুর রহমান, শরিফুল ইসলাম , মো: মাসুদ রানা, মামুনুর রশিদ , আব্দুর রাজ্জাক, নাছিমা ফেরদৌস নিহার আক্তার প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য।(নিজস্ব সংবাদদাতা,গাইবান্ধা)

ফুয়াদ

×