মানববন্ধন
চিনিকলগুলোর কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভূক্ত করার দাবীতে নাটোরে মানববন্ধন করেছে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর চিনিকলের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌসুল আলম, চিনিকলের ডিজিএম সম্প্রসারণ আব্দুল কুদ্দুছ, ডিজিএম (সিপি) ফারুক আহমেদ, সিবিএ সভাপতি ফিরোজ আলী, সমন্বয়ক সিডিএ আবু সাঈদ, সিডিএ আনোয়ার হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনিকলসমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত তরা দরকার। শিল্প মন্ত্রাণালয় থেকে কর্মকর্তা কর্মচারিদের বেতন দেওয়া হয়। কিন্তু এখাতের মুল ফসলটি কৃষি।
তাই চিনিকল সমূহের কৃষি বিভাগকে শিল্প মন্ত্রাণালয় থেকে কৃষি মন্ত্রাণালয়ের অধীনে অন্তর্ভৃক্ত করতে হবে। সে ক্ষেত্রে চিনি উৎপাদনে খরচ অনেকটাই কমে আসবে।
এসআর