ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

সামান্য বৃষ্টিতেই স্কুলের মাঠে জমে পানি

নিজস্ব সংবাদদাতা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ২ অক্টোবর ২০২৪

সামান্য বৃষ্টিতেই স্কুলের মাঠে জমে পানি

নিষ্কাশনের পথ না থাকায় এভাবেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে স্কুল আঙ্গিনায়

সামান্য বৃষ্টি হলেই উল্লাপাড়া উপজেলার মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। আর এ দুর্ভোগ নিত্যদিনের। বিদ্যালয়ের মাঠ তুলনামূলকভাবে নিচু এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীর চর্চা ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। এ ছাড়া শিক্ষার পরিবেশও বিনিষ্ট হচ্ছে।  
সরেজমিন গিয়ে দেখা গেছে, পাবনা-নগরবাড়ী মহাসড়কের পাশে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়।  মহাসড়ক থেকে বিদ্যালয়ের মাঠটি কয়েক ফুট নিচু। মাঠটি নিচু হওয়ায় বৃষ্টির দিনে চারদিকের পানি বিদ্যালয়ের মাঠে নামে। মাঠ থেকে পানি নিষ্কাশনের উপায় না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান,  সামান্য একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। মাঠে পানি থাকার কারণে শ্রেণি কক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আবদ্ধ হয়ে থাকতে হয়।

আমরা দ্রুত আমাদের বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের মাধ্যমে মাঠটি সংস্কারের দাবি জানাচ্ছি। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, বিদ্যালয়ের মাঠটি তুলনামূলকভাবে অনেকটাই নিচু। তাই বৃষ্টির দিনে চারদিকের পানি এই মাঠে চলে আসে। পানি বের হওয়ারও তেমন কোনো উপায় নেই এ জন্য পানি জমে থাকে।

বিদ্যালয়ের মাঠে পানি থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিন যাবৎ আমরা এ দুর্ভোগ পোহাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের মাঠটি সংস্কারের জোর দাবি জানান তিনি। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, আপাতত  কোনো প্রকল্প  নেই। প্রকল্প অনুমোদন হলে পর্যায়ক্রমে বরাদ্দ  দেওয়া হবে।

×