ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে একই পরিবারের ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:০০, ১ অক্টোবর ২০২৪; আপডেট: ১১:৪৯, ১ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সরকারি আশ্র‍য়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সুনামগঞ্জের ধর্মপাশায় একটি সরকারি আশ্র‍য়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে।

কীভাবে এমন কিছু ঘটেছে তা জানা যায়নি। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ওসি এনামুল হক গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

তাসমিম

×