ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দুই সেনা সদস্যকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১৯:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৯:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দুই সেনা সদস্যকে কুপিয়ে জখম

আহত অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য।

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে দুই দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর ঘরে অভিযান চালিয়ে ফেনসিডিল, মাদক বিক্রির টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ মেঘা বিশ্বাস নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গতকাল রবিবার রাত ৯টার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও তার ভাই জাকিরুল আলম (৩৯)। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম অভিযোগ করে বলেন, ‘বাড়ির পাশ্ববর্তী রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সরদার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তাদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গতকাল রবিবার রাতে রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল হামলা চালিয়ে পিটিয়ে আমার পা ভেঙে দেয়।’

এম হাসান

×