ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

পানির তীব্র সঙ্কটে চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৯:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪

পানির তীব্র সঙ্কটে চরম দুর্ভোগ

নারায়ণগঞ্জ জেলা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় গত দুই থেকে তিন বছর ধরে তীব্র পানির সঙ্কট চলছে বলে অভিযোগ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা পানির সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে নানা ধরণের দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন। 

স্থানীয় বাসিন্দারাদের অভিযোগ, পানির পাম্প বিকল হয়ে পড়ায় এ ওয়ার্ডে পানির সঙ্কট দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে এ ওয়ার্ডের পানির সঙ্কট দুর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া, নয়াপাড়া ও ভূঁইয়াপাড়াসহ কয়েকটি এলাকায় গত দুই থেকে তিন বছর ধরে তীব্র পানির সঙ্কট চলছে। স্থানীয় বাসিন্দারা দুর-দূরান্ত থেকে খাবার পানিসহ সকল কাজে ব্যবহারের পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এতে নারী-পুরুষরা নানা সমস্যা ভুগছেন। 

এ ওয়ার্ডের বাসিন্দা মুন্নী বেগম বলেন, ‘এ ওয়ার্ড এলাকায় পানির তীব্র সঙ্কট চলছে। ওয়াসার পানির পাম্প বিকল হয়ে পড়েছে। গত দু বছর থেকে তিন বছর ধরে পানির সঙ্কটে অনেক কষ্টে আছি। পানির অভাবে থালা-বাসন ধোয়া ও জামা-কাপড় ধোয়াসহ সাংসারিক নানা কাজ সময় মতো করতে পারছি না। বাসা-বাড়িতে কোন পানি নেই।’

পাইকপাড়ার বাসিন্দা নাসির উদ্দিন দুলাল পাম্প বিকল হওয়ার জন্য সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবুকে দায়ী করেন বলেন, ‘সিটি কর্পোরেশনের পাইকপাড়ার পাম্পটি চালু করে পানির সমস্যা দূর করলে আমরা উপকৃত হবো। একই ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বেগম বলেন, ওয়াসার পাম্প বিকল হওয়ার পর আমাদের চরম কষ্ট স্বীকার করতে হচ্ছে। বাসাবাড়িতে কোন পানি পাচ্ছি না। আমাদের একটাই দাবি ওয়াসার পাম্প সচল করে দেয়া হোক। দুর-দুরান্ত থেকে পানি টেনে আনতে শরীর ব্যাথা হয়ে যায়। প্রতিদিন আমরা গোসল, বাথরুমের ব্যবহারের পানি দুর-দুরান্ত থেকে টেনে আনতে বাধ্য হচ্ছি। প্রতিদিন দুর-দুরান্ত থেকে এতো পানি টেনে আনা সম্ভব নয়। অনেকেই গত দুই থেকে তিন বছর ধরে পানি সংগ্রহ করতে গিয়ে কোমড়ের ব্যাথাসহ নানা রোগে আক্রান্ত হয়েছেন। শুধু খাবার পানি সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবুর বসানো পাম্প থেকে সংগ্রহ করা হচ্ছে।’

পাইকপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘পাইকপাড়া পানি ট্যাঙ্কি ছোট করবস্থান এলাকায় দুই থেকে তিন বছর ধরে পানির পাম্প বিকল অবস্থায় রয়েছে। এতে জনগণের চরম ভোগান্তি হচ্ছে। সাবেক মেয়র মহোদয়কে পাম্প সচল করার জন্য আবেদন করেও কোন সুফল পাইনি।আমরা চাই আমাদের পানির পাম্প সচল হোক। আমাদের দুর্ভোগ লাঘব হোক এটাই আমরা চাই।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সচিব মো. রিয়াদ হোসেন পানি সঙ্কটের কথা স্বীকার করে বলেন, ‘এ ওয়ার্ডে দুইটি সাইট দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। পাইকপাড়ার সাইটটি দিয়ে পানি সরবরাহ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। পাম্পের কূপটি বিকল হয়ে পড়েছে। দুই-তিন বার মেরামত করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু কোন কাজ হয়নি। নতুন করে আবার কূপ খনন করতে হবে।’ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘১৭ নম্বর ওয়ার্ডের যে কূপটিতে সমস্যা ছিল তা ছয় মাস আগে মেরামত করা হয়েছে। ওই ওয়ার্ডে কোন পানির সঙ্কট নেই। পানির সঙ্কটের বিষয়ে কেউ কোন অভিযোগও করেননি।’

 

এম হাসান

×