ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

ইসলামপুরে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৪:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ইসলামপুরে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

জামালপুর জেলার ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাকের অপসারণের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, মনগড়াভাবে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, শিক্ষক-কর্মচারীদের এসিআর খারাপ দেওয়ার হুমকি এবং চাকরিচ্যুত করার ভয়-ভীতি দেখানোসহ শিক্ষার্থীদের নিকট থেকে বিধি বহির্ভূত অর্থ আদায়ের অভিযোগে অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাকের অপসারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. নূরে আলম নেতৃত্ব দেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল।

 

শহিদ

×