ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, লালমোহন, ভোলা

প্রকাশিত: ০০:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ

লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ সময় বিদ্যালয়টির দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়া হিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ। এ ছাড়া বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে অন্যদের মধ্যে দক্ষিণ-পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদসহ ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক এবং মা অভিভাকরা উপস্থিত ছিলেন।

খুবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ২০ অক্টোবর
খুবি সংবাদদাতা ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে একাডেমিক কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল তা আমরা ইতোমধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। সভায় জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবু সাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীরসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানবৃন্দ এবং আইসিটি সেলের পরিচালক বক্তব্য রাখেন।

×