ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

গফরগাঁও রেলওয়ে স্টেশনে হামলা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪

গফরগাঁও রেলওয়ে স্টেশনে হামলা

আউলিয়া নগর স্টেশনে মহুয়া কমিউটার ট্রেন অবরুদ্ধ করে মানববন্ধন করে ছাত্র-জনতা

ট্রেন ছেড়ে যেতে বিলম্ব হওয়ায় ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে হামলা চলিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে জনতা। রবিবার সকালে ত্রিশালের আউলিয়া নগর স্টেশনে রেলপথ অবরোধ করে রাখার কারণে দুর্ভোগের শিকার বিক্ষুব্ধ যাত্রীরা এ হামলা চালায়। খরর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ রেলওয়ে কর্মকর্তাদের উদ্ধার করে।

রেলওয়ে সূত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ত্রিশাল আউলিয়া নগর স্টেশনে যাত্রা বিরতি দাবিতে রেলপথে ট্রেন আটকিয়ে অবরোধ পালন করছিল শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে। অবরোধের ফলে গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, ফাতেমা নগর রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর হাওড়, মশাখালী রেলওয়ে স্টেশনে মহুয়া ও কাওরাইদ রেলওয়ে স্টেশনে জামালপুরগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

এতে হাজার হাজার ট্রেন যাত্রী চর দুর্ভোগের শিকার হয়।গফরগাঁও রেলওয়ে স্টেশনে মাস্টার আব্দুল্লাহ আল হারুন জানান,  স্টেশনে হামলার ঘটনায় যৌথবাহিনীর সদস্য ৪ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রায় ৫ ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে চলাচল স্বাভাবিক হয়। 

ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অলিউল্লাহ্ নিবির (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১নং প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। অলিউল্লাহ্ নিবির পৌরসভার দক্ষিণ মৌড়াইলের আমান উল্লাহর ছেলে। নিবির ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের কমার্স শাখার শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এস আই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

×