ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে শেবাচিম পরিচালকের পদত্যাগ

প্রকাশিত: ১৪:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে শেবাচিম পরিচালকের পদত্যাগ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের মুখে আজ রবিবার পদত্যাগ করেন তিনি।

এর আগে চিকিৎসকদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক তৌহিদুল ইসলাম জাহিদ জানান, পরিচালক পদত্যাগের পর আমরা আলোচনায় বসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেব। তবে আরও কিছুক্ষণ সময় লাগবে।

ইন্টার্ন চিকিৎসকরা কাজে না থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতালের ভেতরে রোগীর স্বজনদের বিক্ষোভের ঘটনাও ঘটেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে মো. জুনায়েদ (৮) নামের এক শিশু মারা যায়। শিশুটি নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে ২৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করেন।

এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা করেন। সেই সঙ্গে শনিবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

আজ সকালে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।

 এসআর

×