ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাঞ্ছারামপুরে জামায়াতের সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২২:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বাঞ্ছারামপুরে জামায়াতের সাংস্কৃতিক প্রতিযোগিতা

 সিরাতুন্নবী (সা) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার  সকাল ৯টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা শাখার জামায়াতের আমির কাজী আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির, গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, মাওলানা মাজেদুল ইসলাম, সভাপতি ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা মাওলানা নাজমুল আলম আরিফ, সদস্য সচিব বাংলাদেশ মাজলিসুল মুফাসরিরীন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাওলানা রুহুল আমিন (আব্দুল্লাহ) অধ্যক্ষ বাঞ্ছারামপুর সোবহানিয়া ফাজিল মাদ্রাসা, প্রফেসর দেওয়ান মোহম্মদ নকিবুল হুদা, শ্রীকাইল কলেজ মুরাদ নগর,  আব্দুর রহিম অধ্যক্ষ বাঞ্ছারামপুর সরকারি কলেজ, মুফতি কামাললুদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ ড. রওশন আলম কলেজ, মাওলানা আব্দুর রহমান হাকিমী, ইমাম ও খতিব বাঞ্ছারামপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান শিক্ষক বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গাজি নিয়াজ বিন সিদ্দিক, অফিসার ইসলামিক ফাউন্ডেশন বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া, মুফতি সাজিদুল হক খায়েরী।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা শাখা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মুফতি আলাউদ্দিন সাদী। পরে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসুল ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে  দেন অতিথিবৃন্দ।

×