ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নবীকে নিয়ে কটুক্তি

‘ভারতকে আমরা ইলিশ দিব তা দেশবাসী সহ্য করবে না’

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২১:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪

‘ভারতকে আমরা ইলিশ দিব তা দেশবাসী সহ্য করবে না’

মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক সরকারকে সর্তক করে বলেছেন, ভারতের রাষ্টদূতকে তলব করে সর্তক করুন। ভারত আমাদের নবীকে নিয়ে কটুক্তি করবে, আর আমরা তাদেরকে ইলিশ মাছ উপহার দিব, এই প্রেমপ্রীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। নবীর ইজ্জত রক্ষা করতে প্রয়োজনে আমরা পেটে পাথর বেঁধে থাকবো। তবুও নবীর দুষমনদের সাথে কোনো আপস চলবে না। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ‘হিন্দুত্ববাদ উৎখাত করার পর কেউ যদি চিন্তা করেন শাহ জালাল, শাহ পরান, শাহ মাকদুম ও খানজাহান আলীর বাংলাদেশে নাস্তিক্যবাদ প্রচার করবেন- আপনাদের সাথেও ময়দানে লড়াই হবে। আমাদের শান্তিপূর্ণ কথা যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে আন্দোলন করবো, রাজপথে নামবো, শাপলা চত্বরে যাব। শাহাদতের রক্তে কারবালা তৈরি হবে, ইনশাআল্লাহ। আমরা এটা বরদাস্ত করবো না। পাঠ্য কমিশনে সমকামিতার দোসর কামরুল হাসান মামুন, শামিমা লুৎফাসহ পাশ্চাত্যের বেহায়া- বেলাল্লাপনার এজেন্টদেরকে দেখতে চাই না। আমরা ইসলামী শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই। বাংলাদেশে সমকামিতা আমদানি করতে দেয়া হবে না।’

তিনি এনজিওদেরকে হুসিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো কথা। কিন্তু ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চায়, তাহলে সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব। আমরা ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। ইসলামী সমাজ ব্যবস্থা মানেই হলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। তন্ত্রমন্ত্র দিয়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করা যাবে না। ইসলামী খেলাফতের মাধ্যমেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে হবে। তাই আগামী দিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, প্রত্যেকটি উপজেলায় ও ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দূর্গ গড়ে তুলতে হবে।’

জেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল করীমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

 

এম হাসান

×