ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

’অবহেলিত সদরপুর-চরভদ্রাসনকে উন্নয়নের রোল মডেল করা হবে’

প্রকাশিত: ১৬:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

’অবহেলিত সদরপুর-চরভদ্রাসনকে উন্নয়নের রোল মডেল করা হবে’

তরুণদের ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনা

আগামীতে অবহেলিত সদরপুর, চরভদ্রাসনকে উন্নয়নের রোল মডেল করা হবে বলে জানিয়েছেন এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান দুলাল। এছাড়াও এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ও বেকারত্ব দূর করার উপরও গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।

আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনে তরুণদের ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনায় এ কথা বলেন এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান দুলাল।

কোরআন থেকে তেলওয়াত ও '২৪ এর জুলাই-আগষ্টে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতার মধ্য দিয়ে এই আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় পৃষ্ঠপোষক ও মূল আকর্ষণ ছিলেন অ্যাড. মাহবুবুর রহমান দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ জুলহাস প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব হোসেন, আব্দুর রব, মোঃ মজিবুর রহমান, মোঃ জিল্লুর রহমান, এ্যাডঃ রাসেল মাহমুদ রাইয়ান ও মীর সোলায়মান।

সঞ্চালনায় ছিলেন এ্যাডঃ ফাহাদ খান শাওন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- এস.এম. মিজানুর রহমান।

আলোচনার প্রতিপাদ্য ছিল- সংসদীয় আসন ফরিদপুর- ০৪ ( সদরপুর-চরভদ্রাসন) পৃথকীকরণ।

বারাত

×