ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

ছুটির দিনেও খোলা পোশাক কারখানা

প্রকাশিত: ১৯:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ছুটির দিনেও খোলা পোশাক কারখানা

ছুটির দিনেও আশুলিয়ায় খোলা পোশাক কারখানা

উৎপাদনে ঘাটতি পুষিয়ে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় ছুটির দিনও চালু রয়েছে পোশাক কারখানাগুলো। চলছে উৎপাদন। কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা।

আশুলিয়ায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খোলা রয়েছে ১৫০টির বেশি তৈরি পোশাক কারখানা। উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে কারখানাগুলো চালু রাখা হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানি কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএয়ের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান, আশুলিয়ায় ১ হাজার ৮৬৩টি কারখানায় কাজ করেন ৯ লাখ ৮০ হাজার শ্রমিক। স্বাভাবিক কারণেই এই শিল্পাঞ্চলের দিকে সবার দৃষ্টি থাকে। দাবি-দাওয়া মেনে নেওয়ায় এখন সবাই একযোগে দেশের উন্নয়নে কাজ করবেন।

বিভিন্ন কারখানার ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রপ্তানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতিতে শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। শ্রমিক-মালিক উভয়ের সম্মতিতেই শুক্রবার চালু রয়েছে দেড় শতাধিক কারখানা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, কারখানা মালিকরা হাজিরা বোনাস বাড়ানোসহ শ্রমিকদের ১৮ দফা দাবি পূরণের যৌথ ঘোষণা দেওয়ার পর উৎপাদনে ফিরেছে সিংহভাগ কারখানা। তবে শ্রমিক ছাঁটাই বন্ধ, পর্যালোচনায় থাকা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ এবং ১৫ ভাগ ইনক্রিমেন্টের দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুটি কারখানায় অসন্তোষ ছিল।

এছাড়া চালু কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। পাশাপাশি শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র‌্যাব বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

এবি

×