ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পঞ্চগড়

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৬:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৪

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতের মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করায় প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।

সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের আয়োজনে শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টির মধ্যেই দলে দলে মুসল্লিরা জড়ো হয় পঞ্চগড় চোরঙ্গী মোড়ে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে পথসভায় পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ ও খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ ইসলামী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় তারা রাসুল (সা.) নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। পরে বিশ্বের মুসলিমদের শান্তি কামনায় মোনাজাত করে শেষ হয় কর্মসূচি।
 

বারাত

×