ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

ফোন চার্জ দিতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল চিকিৎসকের

প্রকাশিত: ১৬:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফোন চার্জ দিতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল চিকিৎসকের

অধ্যাপক ডা. তরিকুল আলম নোমান

মোবাইল চার্জ দিতে গিয়ে বিস্ফোরণে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তরিকুল আলম নোমান মারা গেছেন। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক মো. শফিক উদ্দিন জানান, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান মধ্যরাতের দিকে অপারেশন করে বাসায় যান। বাসার একটি রুমে একাই ঘুমাতে যান তিনি।

তার পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি জানান, মোবাইল চার্জ দিতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফজরের সময় রুম থেকে পোড়া গন্ধ আসে। এ সময় পরিবারের লোকজন দরজা খুলে তাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান।

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডা. তরিকুল আলম নোমান। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমএস অর্থোপেডিক্স ডিগ্রি লাভ করেন তিনি।

বারাত

×