ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা 

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা 

সমন্বয় সভায় উপস্থিত অতিথিবৃন্দ

ঠাকুরগাঁওয়ে শিশু আইন ২০১৩ এর কার্যকরী বাস্তবায়ন শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন,  অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা এবং সভাপতিত্ব করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা।  সভায় শিশু আইন ২০১৩ এর সার সংক্ষেপ আলোচনা করেন শিশু আদালতের (জেলা ও দায়রা জজ) বিজ্ঞ বিচারক মো. জামাল হোসেন, শিশু আইন ২০১৩ বাস্তবায়নে শিশুবিষয়ক কর্মকর্তা, আমলী আদালত এবং প্রবেশন কর্মকর্তাগণের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক সাইয়েদা সুলতানা ও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

এর আগে ইউনিসেফ বাংলাদেশ এর শিশু সুরক্ষা সম্পর্কিত কার্যক্রম ও শিশু আইন ২০১৩ বাস্তবায়নে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কিত ধারণা প্রদান করেন চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট শাবনাজ জাহেরীনসহ অন্যরা। সভা পরিচালনা করেন ইউনিসেফ বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর জাস্টিস ফর চিলড্রেন মাহাবুব আলম।

×