জেলের হাতে ঢাই মাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১০ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে নিরব হালদারের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়ত থেকে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় মাছটি ক্রয় করেন ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
নিরব হালদার বলেন, ঢাই মাছ সহজে জালে ধরা পড়ে না। অনেক গভীর জলের মাছ এটি। আমাদের জাল পদ্মার বেশ গভীরে গিয়েছিল। তাই জালে মাছটি আটকে পড়েছে। মাঝে মাঝে পদ্মা নদীতে ঢাই মাছ পাওয়া যায়।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ঢাই মাছ প্রায় বিলুপ্ত প্রজাতির মাছ। আমি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আল রাজিব বলেন, সম্প্রতি সময়ে নদীতে জেলেদের জালে মাছ ধরা পড়ছে। ঢাই মাছ বিলুপ্ত প্রজাতির মাছ। যে কারণে এই মাছের দাম একটু বেশি থাকে। ঢাকা মাছ খুব সুস্বাদু।
শহিদ