ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১

বিষখালী নদীতে হঠাৎ ভাঙন, বিলীন ৩ দোকান, ঝুঁকিতে স্কুল

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ২২:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বিষখালী নদীতে হঠাৎ ভাঙন,  বিলীন ৩ দোকান,  ঝুঁকিতে স্কুল

বিশখালী নদী ভাঙনের কবলে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়

রাজাপুরের বিষখালী নদীতে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বাদুরতলা বাজারের ৩টি দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনে জিও ব্যাগ দেবে গিয়ে চরম ঝুঁকিতে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। সোমবার ভোরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বিশখালী নদী সংলগ্ন বাদুরতলা বাজারে ঘটনা ঘটে। ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিশখালী নদীতে ভাঙন দেখা দেয়। এতে দুলাল মুন্সি, আবুল বাসার কবির হোসেনের ৩টি দোকান পানিতে ভেসে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে দোকান মালিকরা মালামাল উদ্ধার করে। মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক আইউব আলী খান সাংবাদিকদের জানান, কয়েকটি কক্ষ ইতোমধ্যে ভেঙে গেছে। এখন ভাঙন এলাকায় জিও ব্যাগ ফালানো হয়েছিল এবং তা ধসে নতুন করে ভাঙনে বিলীনের পথে স্কুলটি। বিষয়ে মঠবাড়ি ইউপি চেয়ারম্যান শাহজালাল হাওলাদার জানান, দীর্ঘদিন ধরেই বাদুরতলা বাজারের দোকানগুলো নদী ভাঙনে বিলীন হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×