ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
সম্প্রতি রাঙ্গামাটিতে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পরিবহন শ্রমিকদের দাবি ও তাদের ক্ষয়ক্ষতির কথা শোনেন এবং সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাঙ্গামাটিতে সংগঠিত সংঘর্ষে বেশ কিছু অটোরিকশা, বাস ও ট্রাক ভাঙচুর করা হয়। এ সময় পরিবহন শ্রমিকরা আহত হন। পরে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদে শ্রমিকদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বারাত