ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

ফেনীতে কৃষি উপকরণ বিতরণ করল বশেমুরকৃবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২২:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৪

ফেনীতে কৃষি উপকরণ বিতরণ করল বশেমুরকৃবি

বশেমুরকৃবির উদ্যোগে পরশুরাম ও সোনাগাজী উপজেলায় বিনা-১৭ এবং বিআর-২৩ জাতের ধানের চারা বিতরণ

সাম্প্রতিক কালের বন্যাদুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রায় ১শ’ কৃষকের মাঝে ধানের চারা, সার, কীটনাশক ও বীজসহ নানা কৃষি উপকরণ বিতরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর শিক্ষকম-লী ও শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) রনি ইসলাম এ তথ্য জানিয়েছেন। 
তিনি জানান, ফেনীর পরশুরাম ও সোনাগাজী উপজেলায় বিনা-১৭ এবং বিআর-২৩ জাতের ধানের চারা ও অন্যান্য কৃষি উপকরণ হস্তান্তর অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয় শনিবার। ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলাদেশ’ স্লোগানে বশেমুরকৃবি’র শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পরশুরাম ও সোনাগাজীর উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বশেমুরকৃবি’র শিক্ষার্থীবৃন্দ ও শতাধিক স্থানীয় প্রান্তিক কৃষক।

×