ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

চলমান সহিংসতা অবসানের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ২২:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৪

চলমান সহিংসতা অবসানের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ

সংহিসতার অবসান ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবের সনামনেব মানববন্ধন

সংখ্যালঘু নেতৃবৃন্দের নামে গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলি জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সহিংসতা অবসানের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়। 
বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলার আহ্বায়ক অমিত কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ শীবপদ গাইনসহ অনেকে।

×