ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

মনপুরায় ঝড়ের কবলে পড়ে ১৫টি মাছধরার ট্রলার ডুবি

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৯:১২, ২১ সেপ্টেম্বর ২০২৪

মনপুরায় ঝড়ের কবলে পড়ে ১৫টি মাছধরার ট্রলার ডুবি

মাছধরার ট্রলার। 

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১৫টি মাছধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে আকস্মিক ঝড়ে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া সকল ট্রলারের মাঝি মাল্লারা উদ্ধার হলেও মো. আলাউদ্দিন (৪৫) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। আলাউদ্দিন ওই উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জেলেরা জাল ও নৌকা নিয়ে বদনার চর এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে যায়।জেলেরা জাল ফেলে মাছ ধরা অবস্থায় রাতে আকস্মিক ঝড় শুরু হয়।এসময় ঝড়ের কবলে পড়ে ১৫টি নৌকা ডুবে যায়। ডুবে সকল নৌকা ও জেলে অন্য জেলে নৌকার জেলেদের সহায়তায় উদ্ধার হলেও এখনো জেলে মো. আলাউদ্দিন নিখোঁজ রয়েছেন। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজ শনিবার দুপুরে জানান, মনপুরায় ঝড়ে কয়েকটি মাছধরা ট্রলার ডুবে গেছে। আলাউদ্দিন নামে এক জেলে নিখোঁজ রয়েছে। স্থানীয়দের সহায়তায় নিখোঁজ জেলেকে উদ্ধারের কাজ চলমান রয়েছে। বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এছাড়াও চরকলাতলী মনির বাজার, রামনেওয়াজ মাছঘাটসহ মনপুরার বিভিন্ন স্থানে ঝড়ের প্রভাবে গাছপালা, ঘরবাড়ি ও দোকানপাট বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

এম হাসান

×