ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

উল্লাপাড়ায় খানাখন্দে ভরা সড়ক

নিজস্ব সংবাদদাতা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

উল্লাপাড়ায় খানাখন্দে ভরা সড়ক

পৌর শহরের বিজ্ঞান স্কুল মোড় এলাকায় চলাচলে অনুপযোগী সড়ক

উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান স্কুল মোড় থেকে উপজেলা গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় খানাখন্দ। একটু বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে যায়। বৃষ্টির পানিতে অদৃশ্য গর্তে চাকা আটকে উল্টে পড়ে গাড়ি। এছাড়া কাদাপানি ছিটে পথচারীদের হযবরল অবস্থায় পড়তে হয়। বেশি ভোগান্তি শিকার হতে হয় শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর। উপজেলা প্রশাসনের নাকের ডগার সড়কটির এমন দশা হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন পথচারীরা।

সরেজমিনে ওই সড়কের মোমনা আলী বিজ্ঞান স্কুলের সামনে গেলে দেখা যায় ছোট-বড় অসংখ্য গর্তে পানি জমে আছে। এর মধ্যেই চলছে যানবাহন। রাস্তায় কাদাপানি থাকায় শিক্ষার্থীরা আশপাশ দিয়ে যাতায়াতের চেষ্টা করছে। এছাড়া রাস্তাটির অনেকাংশের পিচের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা গেছে।

মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, সড়কটির এমন অবস্থায় মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। মাঝেমধ্যেই রাস্তার কাদাপানি লেগে শিক্ষার্থীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। সড়কটি সংস্কারের দাবি জানান তিনি। এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাফিউল কবির বলেন, সড়কটি মেরামতের টেন্ডার হয়েছে।

×