অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
ভোলায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোঃ মিজানুর রহমান (৪৫),তার সহযোগী মোঃ মিরাজ (২২)সহ ৭ জন সন্ত্রাসীকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে। রবিবার রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কয়েকটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
সোমবার দুপুরে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার লেঃ কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান,এ সন্ত্রাসী দলটি বহুদিন ধরে স্থানীয় সাধারন মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিলো। স্থানীয় জন সাধারন সাহায্য চাইলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোঃ মিজানুর রহমান তার ৬ সহযোগীকে আটক করা হয়। এসময় ২৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি কাঠের ব্যাটন উদ্ধার করা হয়েছে বলেও জানান। তিনি আরে জানান,আটককৃতদের সাথে জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল প্রকার আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শহিদ