আবদুল কাদের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের বলেছেন, ‘আমরা বিশেষ কোন দলকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন বিপ্লব পরবর্তী মতানৈক্য বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করবে৷ তারুণ্য সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। দেশে বাকস্বাধীনতা ছিলো না , গণতন্ত্র ছিলো না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি।
বিগত সময়ে ফেনীর মানুষ কথা বলতে পারেনি। তাদেরকে হাসিনার দোসররা অনেকটা জিম্মি করেছিলো। যেন বসবাস ছিলো জেলখানায়। রবিবার বিকালে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন জেলা শিল্প একাডেমী মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় এ বক্তব্য রেখেছেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে হঠাতে পারলেও দেশ সংস্কার এখনও হয়নি, সেটার অনেক বাকি। আগামীর বাংলাদেশ সুশাসনের। ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক কোন রাজনীতি থাকবে না ৷ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে ছাত্র সংসদ ভিত্তিক। তারুণ্যের কোন দল-মত নেই। তারা বৈষম্যহীন বাংলাদেশ চায়।
এবি