ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুনারুঘাটে মোটরসাইকেল আরোহী দুজন গাড়িচাপায় নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১১:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

চুনারুঘাটে মোটরসাইকেল আরোহী দুজন গাড়িচাপায় নিহত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ছাত্রদল নেতা ও ব্যবসায়ী দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার চন্ডিছড়া চা বাগানের রামগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা এলাকার মৌলদ মিয়ার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ব্যবসায়ী হাফিজ সরকার (৩৫) ও তালুগড়াই এলাকার কিম্মত আলীর ছেলে কাপড় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৩০)। রাত ২টায় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন এসব তথ্য দেন।

পুলিশ পরিদর্শক মো. কবির হোসেন জানান, হাফিজ ও মোস্তাফিজুর একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলে চড়ে সাতছড়ি থেকে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথে অজ্ঞাত কোন গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় দুজনের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 এসআর

×