ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ০০:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, অগ্নিসংযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে

মানিকগঞ্জের সিংগাইর-সাভার উপজেলা সংযোগস্থলে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসী। এ সময় টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সকালে সিংগাইর-হরিরামপুর ও সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকার লোকজন পৃথক মিছিল নিয়ে টোল প্লাজায় জড়ো হয়। পরে আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ করে টোল বন্ধের দাবিতে প্র্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেন তারা। 
জানা গেছে, এদিন টোল বন্ধের আন্দোলনের খবর পেয়ে সকালেই গা-ঢাকা দেয় ইজারাদার লুৎফর রহমানের লোকজন। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা টোল প্লাজার চারটি অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে। বেলা পৌনে ১২টার দিকে ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধ আন্দোলনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আবু সায়েমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  মুহাদ্দিস শেখ সালাউদ্দিন,  সমন্বয়ক ওমর ফারুক, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী, ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন ও ছাত্রনেতা মাহফুজ আহমেদ। এ সময় কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জায়গীর দরবার শরীফের পীর দীন মোহাম্মদ ও যুবদল নেতা মো. রমজান আলীসহ উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

×