ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বেপরোয়া কিশোর গ্যাং প্রতিরাধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বেপরোয়া কিশোর গ্যাং প্রতিরাধে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ভূঞাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে মানববন্ধন করেছে শহরের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার সকালে ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওউছে ভূঞাপুরের জনগণ। স্কুলের এই পুকুরপাড়ে কিশোর গ্যাংয়ের আড্ডাখানা মূলকেন্দ্র বিন্দু।  
এ সময় উপস্থিত ছিলেন- ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, ভূঞাপুর বাজার সমিতির সাবেক সভাপতি আব্দুল করিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাছান সারোয়ার লাভলু প্রমুখ।

×