নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় শামীম মিয়া (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাত হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এঘটনাটি ঘটে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসিসোলায়মান মাহমুদ। তবে প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে শামীমসহ তিন বন্ধু গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে বিলাশনগর এলাকায় বুড়ির দোকান এলাকায় পৌঁছে। এ সময় সন্ত্রাসীরা শামীমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে তারা শামীমকে এলোপাথারী ছুরিকাঘাত করে। ওইসময় শামীম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, মঙ্গলবার রাতে আহত অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃতু ঘোষণা করেন। নিহতের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারেরচেষ্টা চলছে।
রাজু