ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

জবর দখল করা জায়গা উদ্ধার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ০০:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৪

জবর দখল করা জায়গা উদ্ধার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জবরদখল করা সরকারি সম্পত্তি উদ্ধার দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে নান্দাইল উপজেলায় শত কোটি টাকার সরকারি জায়গা জবরদখল করা হয়েছে। সেই সব জবরদখলকৃত জায়গা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এজন্য মঙ্গলবার দুপুরে নান্দাইল পৌর সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্ররা।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দখলকৃত সরকারি জায়গা উদ্ধারের ১ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে প্রথমে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এর পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্ররা বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সূর্য উদিত হয়েছে সেই বাংলাদেশে সরকারের জায়গা দখল করে রাখা যাবে না। আমরা প্রশাসনকে অনুরোধ জানাব, নান্দাইলে যত সরকারি জায়গা বেদখল রয়েছে তা উদ্ধার করতে হবে। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

×