এভাবে খেতেই নষ্ট হচ্ছে পাকা আউশ ধান
হারভেস্টার মেশিন প্রবেশে বাধা দিচ্ছেন আঠারোগাছিয়া ইউনিয়ন যুবদল সভাপতি চাকুরিচ্যুত বিডিআর সদস্য ফিরোজ মৃধা ও তার সহযোগীরা। এতে পাকা আউশ ধান নিয়ে বিপাকে পরেছেন কৃষকরা। ধান মাঠে পেকে ঝড়ে গেলেও মেশিনের অভাবে কৃষকরা ধান কাটতে পারছেন না।
দ্রুত যুবদল সভাপতি ফিরোজ মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি কৃষকদের মাধ্যমে জেনেছি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ফিরোজ মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে অফিযোগ পেয়েছি।