ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রৌমারীতে সাঁকো নির্মাণ করলেন বিজিবি ও ছাত্ররা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ২৩:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২৪

রৌমারীতে সাঁকো নির্মাণ করলেন বিজিবি ও ছাত্ররা

রৌমারীর জিঞ্জিরাম নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করায় এলাকাবাসীর স্বস্তি

রৌমারীতে বিজিবি  ও ছাত্র-জনতার উদ্যোগে সাঁকো নির্মাণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের জিঞ্জিরাম নদীর ওপর প্রায় ৪৫০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ ৬ ফুট সাঁকোটি উদ্বোধন করা হয়। পরে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 
জানাগেছে, কয়েকবছর আগে জিঞ্জিরাম নদী দিয়ে প্রায় ৮ গ্রামের  ১০ থেকে ১২ হাজার মানুষ নদীর ওপর দিয়ে চলাচল করত।  

নৌকা ছাড়া তাদের পারাপারের কোনো অবলম্বন ছিল না। এক সময় স্থানীয়রা একটি বাঁশের সাঁকো তৈরি করেছিল। বর্ষায় সেই নৌকা আবার ভেঙে যায়।  এমতাবস্থায় ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চরম দুর্ভোগে পারাপার হয় দুই পাড়ের ৮ গ্রামের কয়েক হাজার মানুষ। বিষয়টি রিজিয়ন কমান্ডার সরাইল এবং সেক্টর কমান্ডার ময়মনসিংহ অবগত করলে সকলেই ব্রিজ স্থাপনের ব্যাপারে সদয় সম্মতি প্রদান করেন।

পরে বিজিবি এবং এলাকার ছাত্র-জনতা গ্রামবাসীর কষ্ট লাঘবের জন্য ওই নদীর ওপর একটি বাশের ব্রিজ স্থাপনের  জন্য উদ্যোগ  গ্রহণ করেন। এলাকার ছাত্র-জনতা ও বিজিবির সার্বিক সহযোগিতায় ব্রিজটির কাজ সম্পন্ন হয়। গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার এ বি সিদ্দিক জানান, জনসেবামূলক কাজের অংশ হিসেবে দুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

×