সিরাজগঞ্জের চৌহালীতে সমাবেশে বক্তৃতা করছেন রফিকুল ইসলাম
এনায়েতপুরে মঙ্গলবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনায়েতপুর থানা শাখার উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের আরোগ্য কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা আমির ডা. মাও. মো. সেলিম রেজা। সভাটি ছাত্র-জনতার উপস্থিতিতে এক বিশাল সমাবেশে রূপ নেয়। এনায়েতপুর থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাওলানা মো. রফিকুল ইসলাম খান।
সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাও. শাহীনূর আলম। আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা নায়েবে আমীর মো. আলী আলম, জেলা নায়েবে আমির মাও. আব্দুস সালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা আমির মাও. শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা আমির মাও. মিজানুর রহমান, চৌহালী উপজেলা আমির আবু সালেহ মোহাম্মদ আবু সাইদ, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মজিদ, বেলকুচি উপজেলা নায়েবে আমির অধ্যাপক নূর-উন-নবী সরকার, এনায়েতপুর থানা নায়েবে আমির অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, জামায়াত নেতা আল-আমীন খন্দকার, জুবায়ের হোসেন, হাজী রফিকুল্লাহ খন্দকার, শ্রমিক নেতা ডা. আইয়ূব আলী ও থানা শিবির সভাপতি ছাত্রনেতা ফয়সাল খন্দকার প্রমুখ।
প্রধান অতিথি মাও. রফিকুল ইসলাম খান তাঁর বক্তৃতায় আরও বলেন, একটি সুখী-সমৃদ্ধ, বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি, ইনসাফ ভিত্তিক, একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশপ্রেমিক নাগরিকদের জামায়াতের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।