ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

রিসোর্ট থেকে উদ্ধার করা হলো নোনা পানির কুমির

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশিত: ২১:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

রিসোর্ট থেকে উদ্ধার করা হলো নোনা পানির কুমির

কুমির

গাজীপুরের একটি রিসোর্টে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির কুমির উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মহানগরের নীলেরপাড়া এলাকার পাখির স্বর্গ রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।

বনবিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বনবিভাগ জানতে পারে পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির রয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা-কর্মচারীসহ সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) এর সদস্যরা কুমিরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনাপানির কুমির কোথাও রাখা যাবে না। এখান থেকে যে কুমিরটি উদ্ধার করেছি এটি নোনা পানির কুমির,যা প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। উদ্ধার করা কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হবে।

সেভ ওয়াইল্ডলাইফ এবং নেচার (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন,  গোপনসূত্রে আমরা জানতে পারি একটি রাজনৈতিক দলের বড় একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির আটকে রাখা হয়েছে। এব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে বিষয়টি বনবিভাগকে অবগত করি। এরপ্রেক্ষিতে আজকে (মঙ্গলবার) তাদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকে অভিযান চালিয়ে একটি কুমির উদ্ধার করা হয়েছে। এটি একটি স্ত্রী কুমির। বিকেলে এটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কুমির বেষ্টনীতে এটাকে অবমুক্ত করা হয়েছে।’

 

শহিদ

×