সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে বিক্ষোভ
বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্রবিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখা ও ছাত্র-জনতার পক্ষ থেকে শহরের পৌরসভার সামনে থেকে হাজারো জনতার একটি বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে মহাসমাবেশে মিলিত হয়।
চাঁদাবাজি, অপহরণ ও খুনের প্রতিবাদ জানিয়ে পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবি জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল, মহিলা পরিষদের সভাপতি রহিমা বেগম, নাগরিক পরিষদ আলীকদম উপজেলার সাধারণ সম্পাদক নুরুল আলম, লামার উপজেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সাবেক ছাত্রনেতা সাংবাদিক এইচ এম সম্রাট, রুমা উপজেলা নাগরিক পরিষদের উপদেষ্টা জসীম উদ্দিন, বান্দরবান জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা নাগরিক পরিষদের নেতা এম রুহুল আমিন, সোলায়মান, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. তারু মিয়া ও লোকমান হোসাইন।