ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ০০:১৩, ১ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জে আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামে আমন চারা রোপণ করছেন কৃষক

সিরাজগঞ্জে রোপা আমন চারা রোপণ শেষ পর্যায়ে। এ বছর রোপা আমন বুননের জন্য পরিমিত বৃষ্টিপাত ও উপযুক্ত পরিবেশ বিরাজ করায় কৃষক কোমর বেঁধে মাঠে নেমেছেন। ইতোমধ্যেই রোপা আমন চারা রোপণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে। 
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের প্রান্তিক কৃষক হযরত আলী বলেন, জমি চাষ করা কৃষকের আমৃত্যু লড়াই। রোপা মৌসুমে বৃষ্টি বা সেচের পানি দিয়ে জমি প্রস্তুত, চারা সংগ্রহ করা, সার বীজ, সময়মতো পানি বা সেচ দেওয়া এ এক কঠিন লড়াই। প্রখর রোদ, ঝড়-ঝাপটা, প্রবল বৃষ্টি মাথায় নিয়ে জমি আবাদের সময়টা খুবই কষ্টের।

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের কৃষক আব্দুল আলিম। নিজের জমি আবাদের পাশাপাশি অন্যের জমিতে পানি সেচ দেওয়ার প্রজেক্ট পরিচালনা করেন। এ বছর আমন চারা বুননের জন্য পরিমাণমতো বৃষ্টিপাত হওয়ায় সেচ তেমন একটা প্রয়োজন হয়নি। তবে সেচ মৌসুমে সাধারণত অন্যের জমিতে সেচ সুবিধা দিয়ে তিনি জমি থেকেই সেচ মাসুল বাবদ ধান নিয়ে থাকেন।  
বেশিরভাগ সময় বৈরী প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় কৃষক ও কৃষি পরিবারকে। শুরুতেই জমি শস্য আবাদের জন্য প্রস্তুত করা, বীজ বা চারা ধান সংগ্রহ করা, সেচ-সার সময়মতো প্রয়োগ বড়ই কষ্টের। প্রখর রোদ, ঝড়-ঝাপটা, কখনো গুঁড়ি গুঁড়ি আর ঝুম ঝুম বৃষ্টি উপেক্ষা করে ফসল উৎপাদন এবং ধান কেটে মাড়াই করে ঘরে তোলার লড়াই গোটা পরিবারের। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বাবলু কুমার সুত্রধর জানান, এ বছর সিরাজগঞ্জ জেলায় ৭৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

×