বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি, পাহাড়ের বাঙালিদের সঙ্গে বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ
রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম মাঠে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি, তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সবক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সঙ্গে বৈষম্য দূর করে জনসংখ্যা অনুপাতে বণ্টন করার দাবিতে এক সমাবেশ করা হয়েছে। সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনসহ রাষ্ট্রবিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে হাজারো ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের জিমনেশিয়াম মাঠে গিয়ে মহাসমাবেশে মিলিত হয়।
সমাবেশে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হাবীব আজমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পিসিএনপি রাঙ্গামাটি জেলা সভাপতি শাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক সোলায়মান প্রমুখ।