ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টঙ্গীতে ওষুধ কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ০০:০১, ২৬ আগস্ট ২০২৪

টঙ্গীতে ওষুধ কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পপুলার ওষুধ কারখানার শ্রমিকরা ঢাকা-টঙ্গী-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে

১৯ দফা দাবিতে টঙ্গী পপুলার ওষুধ কারখানার শ্রমিকরা ঢাকা টঙ্গী ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে টঙ্গী কলেজ গেটের সামনে। রবিবার টঙ্গী চেরাগআলী তিস্তা গেট এলাকায় কারখানাটির প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে মিছিল নিয়ে মহাসড়কে চলে আসে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রবিবার সকালে কারখানাটির প্রায় আড়াই হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তারা ১৯ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আসিফ হাসনাত বলেন, ‘শ্রমিকদের সব দাবি যৌক্তিক নয়। আমরা তাদের অধিকাংশ যৌক্তিক দাবি মেনে নিয়েছি।

শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে মহাসড়ক নেমেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি কয়েকবার। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ঢাকা টঙ্গী গাজীপুর মহাসড়কে চলে এসেছে।

×