ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান, ব্যাপক সাড়া

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ২৫ আগস্ট ২০২৪

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান, ব্যাপক সাড়া

বন্যার্তদের পাশে দাঁড়াতে বগুড়ায় ত্রাণ সংগ্রহ করছে শিক্ষার্থীরা

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে সরকার, শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠন। এ আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। সাধ্যানুযায়ী তারা পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
চট্টগ্রাম ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেনা, নৌ এবং বিমানবাহিনীও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এর পাশাপাশি বন্যাকবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও। এ ছাড়া ব্যক্তি উদ্যোগেও ত্রাণ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যাচ্ছেন  স্বেচ্ছাসেবীরা। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বন্যার্তদের পাশে দাঁড়ানোর মহতী আগ্রহকে স্বাগতও জানিয়েছে। 
শনিবার সকাল থেকেই বিভিন্ন মোড়, বাজার এবং এলাকায় সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করছে। সেখানে বিভিন্ন পর্যায়ের মানুষ সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে অনেক শিক্ষার্থী কাজ করছেন।
নোয়াখালী ॥ বন্যাকবলিত ৮টি উপজেলার বন্যার্তদের সাহায্যার্থে গঠিত হয়েছে ‘আমরা গোলাপ’ স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর গণমিলনায়তনে (পাবলিক হল) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা গোলাপ’ এর ব্যবস্থাপনায় চালু হয়েছে  ‘মেহমানখানা’। শুক্রবার রাত থেকে বন্যাপীড়িত মানুষের জন্য খাবারের আয়োজন দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। প্রতিদিন দুপুরের খাবার, রাতের খাবার, সকালের নাস্তার ব্যবস্থা থাকছে।

স্বাভাবিকভাবে নামের কারণে যে কারও মনে হতে পারে এখানে শুধুই খাবারের ব্যবস্থা থাকবে। কিন্তু, স্বেচ্ছাসেবীরা চৌমুহনী গণমিলনাতনকে বহুমুখী সেবার জন্য প্রস্তুত রেখেছেন। শনিবার থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে।
চাটখিল, নোয়াখালী ॥ চাটখিলে বন্যার্তদের মাঝে খাদ্য, জরুরি প্রয়োজনীয় ওষুধ, মোমবাতিসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে অধিকার কর্মী-স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী শাহ্ সুফিয়ান ও সমাজ সেবক রেহানা জিলানী এবং সদস্যদের বিশেষ চাঁদায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রুবেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক তারফিনা শাহনাজ রজব। শনিবার সকাল থেকে দিনভর সংগঠনের সদস্যরা উপজেলার বন্যা কবলিত এলাকার অসহায় ও কর্মহীন দরিদ্র পরিবারে ত্রাণসামগ্রী পৌঁছিয়ে দেয়।
খাগড়াছড়ি ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা জজ ও বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩২ বিজিবি খাগড়াছড়ি। শনিবার সকালে জেলা জজ আদালতের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ির জেলা জজ মো. আব্দুল্লাহ আল মামুন। নিজ উদ্যোগে এসব সামগ্রী তিনি বিতরণ করেন। এ সময় খাগড়াছড়ি জেলার সিনিয়র আইনজীবী আব্দুল মালেক মিন্টু ও অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। 
অন্যদিকে, ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে  বর্ডার গার্ড বাংলাদেশ’র ৩২ বিজিবি খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা সদরের  বন্যাদুর্গত ১২৫টি অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ বিতরণ করেছে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক। এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. শাফায়াত জামিল অর্নবসহ অন্যান্য অফিসার ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়া ॥ বন্যার্তদের পাশে দাঁড়াতে বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। এবার  তাদের আন্দোলন অসহায় মানুষদের জন্য। শিক্ষার্থীরা যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন  প্রতিষ্ঠানে, জানাচ্ছেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আবেদন। আর বন্যাকবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের আবেদনে ব্যাপক সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ।

সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের দিকে। শহরের সাতমাথায় ‘সাধারণ শিক্ষার্থী বগুড়া জেলা’র ব্যানারে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। উন্মুক্ত মঞ্চের ওপর রাখা হয়েছে বাক্স। কোনো কমিটি নেই। সবাই ত্রাণ সংগ্রহ করছেন নিরলসভাবে।
হালুয়াঘাট, ময়মনসিংহ ॥ বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে হালুয়াঘাট উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নগদ অর্থ তুলছেন। শনিবার সকালে পৌর শহরের বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করা হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে অনেক শিক্ষার্থী কাজ করছেন। শিক্ষার্থীরা সকাল পর্যন্ত সত্তর হাজার টাকা সংগ্রহ করেছেন।
বরিশাল ॥ ত্রাণ সংগ্রহের কাজ শুরু করেছেন সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক সহায়তা নিয়ে আসছেন মানুষ।
শুক্রবার রাত আটটা পর্যন্ত ত্রাণ সংগ্রহ করা হয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার রাত থেকে কলাভবন-২, মসজিদ গেট ও জিরো পয়েন্ট এলাকায় গণত্রাণ সংগ্রহের বুথ বসানো হয়। এ সকল বুথে বন্যার্তদের সহায়তার জন্য জামা কাপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ।
রাঙ্গামাটি ॥ বাঘাইছড়িতে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মারিশ্যা ২৭ বিজিবি কাজ করেছেন। উপজেলার আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইতুশ শরফ মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে শনিবার এই খাবার বিতরণ করা হয়েছে।  এ ছাড়াও এ ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর গাজী মো. হাসান, এএমসির তত্ত্বাবধানে বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশু-৬৭সহ মোট ১৪২ রোগীকে জরুরি চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
সিরাজগঞ্জ ॥ বন্যার্তদের সহায়তা দিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। সিরাজগঞ্জ শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তায় চলাচলরত ব্যক্তিদের সামনে অর্থ সহায়তার বক্স এগিয়ে দিয়ে সহায়তার জন্য হাত বাড়িয়েছে। দিন শেষে সংগৃহীত অর্থ পাঠানো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কাছে। এ ছাড়াও জেলা খাদ্য বিভাগসহ বিভিন্ন  সরকারি প্রতিষ্ঠান পানীয় জলসহ প্যাকেটজাত খাদ্যসামগ্রী দুর্গত এলাকায় পাঠাতে কাজ করছেন।

×