ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিনা নোটিসে জোর করে ছাঁটাই

শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, শ্রীপুর, গাজীপুর

প্রকাশিত: ২২:১৪, ২৪ আগস্ট ২০২৪

শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শনিবার শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা সড়ক অবরোধ করে

গাজীপুরের শ্রীপুরে ঈদ বোনাস, ঈদের ছুটি থাকাকালীন সময়ে কর্মরত শ্রমিকদের ডাবল হাজিরা, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানো, বিনা নোটিসে জোর করে শ্রমিক ছাঁটাই, হাজিরা বোনাস বৃদ্ধি, ঈদ ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা বিক্ষোভ করেছে। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে।

এতে সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী যাত্রী ও বাস চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে। শনিবার শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা এ আন্দোলন করে। 
এ সময় শ্রমিকেরা কারখানার ভেতরে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। তাদের দাবি কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় মালিকের ভাড়াটিয়া বহিরাগত লোকজন ভেতরে প্রবেশ করে শ্রমিকদের মারধর করলে ৫ শ্রমিক আহত হয়। তাদের সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। মহাসড়ক অবরোধ করে তারা বেশ কয়েকটি যানবাহনের জানালার গ্লাস ভাঙচুর করে।

কোয়ালিটি সেকশনের মাঈনুদ্দিন, ওয়ারিং সেকশনের অপারেটর সাবুর রহমান এবং উইভিং সেকশনের ঈমন মিয়া জানান, কোনো প্রকার নোটিস ছাড়াই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে জোর করে অব্যাহতিপত্রে (রিজাইন লেটারে) স্বাক্ষর নিয়ে ছাঁটাই করে। এ ছাড়া ঈদে মাত্র তিন দিন ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামূলক কম। আমরা আমাদের দাবিগুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও তারা কোনো সমাধান দিতে পারেননি। 
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মাইনুদ্দিন বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আগেই তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান করে এবং মহাসড়ক  অবরোধ করে। 
গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুরের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর আব্দুন নূর বলেন, সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে বিকেল সাড়ে ৪টায় মহাসড়ক থেকে সরিয়ে নেয়। বিকেল সাড়ে ৫টায় প্যারামাউন্ট টেক্সটাইল মিল লিমিটেডের মালিক সাখাওয়াত হোসেন শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা শান্ত হয়।

×