ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বকেয়া বেতন-ভাতা দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২১:১২, ২৩ আগস্ট ২০২৪

বকেয়া বেতন-ভাতা দাবিতে পোশাক শ্রমিকদের  অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে শ্রমিকদের তিন মাস স্টাফদের পাঁচ মাসের বকেয়া বেতন দাবিতে শুক্রবার বিকেল পর্যন্ত মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি বিক্ষোভ করেছেন। তারা প্রায় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।

পুলিশ, আন্দোলনরত শ্রমিক স্থানীয়রা জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের স্টাফদের পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা পাওনা রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও পরিশোধ করেনি। শুক্রবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তারা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে ওই সড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ শিল্প পুলিশের সদস্যরা গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে বেলা পৌনে ৩টার দিকে তারা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার সব স্টাফ শ্রমিকরা সকাল থেকেই বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। গত কয়েকদিন যাবত কারখানার ভিতরে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন বলে তারা জানান।

×